নিজস্ব প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকালে ৪টা ৪৫’এ। তবে এই ম্যাচে শুরুর একাদশে চমক রেখেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই মাঠে বাংলাদেশ দল। তবে একাদশে ফিরেছেন ডিফেন্ডার তারিক কাজী ও ফরোয়ার্ড শেখ মোরসালিন। এই ম্যাচে পাঁচ ডিফেন্ডারের সাথে তিন মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ।
বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলকিপার), তপু বর্মণ, মেহেদী হাসান, তারিক কাজী, ঈসা ফয়সাল, সাদউদ্দিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও শেখ মোরছালিন।
Discussion about this post