স্পোর্টস ডেস্ক:: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করতে হবে শনিবারের মধ্যে। অথচ বৃহস্পতিবার বিকেল পর্যন্তও বাংলাদেশ দলের অধিনায়ক কে সেটা জানা যায়নি। অধিনায়ক নির্বাচন না হলেও দল গঠনের কাজ প্রায় শেষ।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আগের দিন ঢাকায় পৌঁছে বৃহস্পতিবার নির্বাচকদের সাথে বৈঠক করেছেন। কেমন দল চান তিনি? কাকে দলে চলে যান, কিভাবে দল করতে হবে সেই আলাপ সেরেছেন নির্বাচকদের সঙ্গে।
মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলও কোচের সাথে বসে দল গঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে। মিরপুরের হোম অব ক্রিকেটে বৃহস্পতিবার তাদের বৈঠক হয়েছে। তবে একটি কাজ বাকী এখনো। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক নির্বাচন করতে পারেননি।
কোচ ও নির্বাচকেরা অধিনায়ক কে হবেন সেই অপেক্ষায় আছেন। অধিনায়কের সাথে কথা বলেই তারা চূড়ান্ত দল গঠণ করতে চান। দলে যেনো অধিনায়কের ইচ্ছের প্রতিফলন হয়, তিনি যেনো তার পছন্দ মতো দল পান সেটারই চেষ্টা করছেন তিনি। ফলে যিনি অধিনায়ক হবেন তার সাথে কথা বলেই দল চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
বিসিবির নির্বাচকেরা আশা প্রকাশ করছেন শুক্রবারের মধ্যেই অধিনায়ক চূড়ান্ত হয়ে যাবে এবং অধিনায়কের সঙ্গে বসেই তারা দল চূড়ান্ত করবেন। এরপরই দল ঘোষণার জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে পাঠানো হবে। এশিয়া কাপে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post