স্পোর্টস ডেস্কঃ অনুশীলনে চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গোয়াহাটিতে আজ ব্যাট করতে গিয়েই চোট পান দীর্ঘদিন পর বিশ্বকাপ দিয়ে জাতীয় ফেরা অভিজ্ঞ এই ক্রিকেটার। আজ নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে কিছুটা ব্যথা পেয়েছেন রিয়াদ। তবে এটা গুরুত্বর হবে না বলে আশা করা হচ্ছে।
বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয়ের স্বাদ নেয় টাইগাররা। টপ অর্ডারের দৃঢ়তায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারায় মুশফিকুর রহিম-মেহেদি হাসান মিরাজরা।
এদিকে অনুশীলনে চোট পাওয়া রিয়াদ অবশ্য স্বস্তির খবর দিয়েছেন। তিনি চোট পাওয়ার পর ফিজিও পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে রিয়াদের এই চোট গুরুত্বর নয়। সব ঠিক থাকলে আগামীকালের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post