স্পোর্টস ডেস্ক:: ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল খেলছে এশিয়ার দু’টি দেশ। রোববার সকালে নারীদের বয়স ভিত্তিক এই বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নামবে উত্তর কোরিয়া ও জাপান।
কলম্বিয়ায় চলমান ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল হচ্ছে অল এশিয়াময়। বয়স ভিত্তিক এই নারী বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। ২০০৬ ও ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিলো উত্তর কোরিয়া। তাদের প্রতিপক্ষ জাপানও একবারের চ্যাম্পিয়ন। ২০১৮ সালের ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলো জাপান।
জাপান কোয়ার্টার ফাইনালে সর্বশেষ চ্যাম্পিয়ন স্পেন ও সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে উঠেছে ফাইনাল মঞ্চে। সেমিফাইনালে যুক্তরাষ্ট্রকে বিদায় করেছে উত্তর কোরিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০