স্পোর্টস ডেস্কঃ অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। আজ খবরটি নিশ্চিত করেছে এএফপি। আগামী জুনে জার্মানিতে শুরু হচ্ছে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ঘরের মাটিতে এত বড় এক টুর্নামেন্ট শুরুর আগেই অবসর ভাঙার সিদ্ধান্ত নিলেন তিনি।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম পোস্টে আজ ৩৪ বছর বয়সী ক্রুস লিখেছেন, ‘বন্ধুরা, আমি আবার মার্চ থেকে জার্মানির হয়ে খেলব।’ আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। আগামী ২৩ মার্চ তাদের প্রতিপক্ষ ফ্রান্স। এর তিন দিন পর তারা ঘরের মাঠে লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।
২০২১ ইউরোর পরই ক্রুস জার্মানিকে বিদায় বলেছিলেন। সে আসরে ইংল্যান্ডের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল জার্মানি। ২০১৪ বিশ্বকাপজয়ী ক্রুস অবসর নেওয়ার কারণে ২০২২ বিশ্বকাপে খেলেননি। জাতীয় দলে আবার ফিরতে পারেন এমন ইঙ্গিতও ছিল না। বরং ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ মৌসুমে ভালো খেলছিলেন না বলে তাঁর খেলোয়াড়ি ক্যারিয়ার নিয়েই সংশয় দেখা দিয়েছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post