স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট ঘোষণা করা হয়েছে। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট চমক রেখে টেস্ট দল ঘোষণা করেছেন। অবসর ভেঙে লঙ্কানদের সাদা পোশাকের দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আগামী শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। দুদলের মধ্যকার দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
সোমবার বাংলাদেশের টেস্ট দলও ঘোষণা করা হয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পরই টেস্ট দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার শ্রীলঙ্কা তাদের টেস্ট দল দিয়েছে। আজ শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাসারাঙ্গাকে রেখেই বাংলাদেশের বিপক্ষে ১৭ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে। ধনাঞ্জয়া ডি সিলভার নেতৃত্বে এই দলে আছেন দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমালের মতো অভিজ্ঞরা।
চোটের কারণে ফর্মে থাকা পেসার আসিতা ফার্নান্ডোকে এই সিরিজে পাচ্ছে না শ্রীলঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন লাহিরু উদানা। দলে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা নিশান পেইরিস। এদিকে হাসারাঙ্গা টেস্ট দলে থাকায় আইপিএলের শুরুর দিকে তাঁর সার্ভিস পাবেনা সানরাইজার্স হায়দ্রাবাদ। ধারণা করা হচ্ছে আইপিএলের শুরুর দিকে অন্তত ৪ ম্যাচ খেলা হবে না এই লঙ্কান অলরাউন্ডারের।
শ্রীলঙ্কা টেস্ট দল:
ধনাঞ্জয়া ডি সিলভা(অধিনায়ক), কুশল মেন্ডিস(সহ-অধিনায়ক), দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাউইকরামা, দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, নিশান মাধুস্কা, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও চামিকা গুনাসেকারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post