নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজে এখন ১-১ সমতায়। আজ যে জিতবে তার হাতেই উঠবে সিরিজের ট্রফি।
শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে কখনোই কোনো টি-টোয়ন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। শুধু তাই নয়, এই সিরিজের আগে দ্বিপাক্ষিক সিরিজে লঙ্কানদের বিপক্ষে এর আগে কোনো ম্যাচও জেতেনি টাইগাররা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার সিরিজ জয়ের সুযোগ নাজমুল হোসেন শান্তর দলের। সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল শান্তর দল। তবে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পায় স্বাগতিকরা। তাতে ফেরে সিরিজে সমতা।
এদিকে আজও অপরিবর্তিত আছে বাংলাদেশ একাদশ। অন্যদিকে শ্রীলঙ্কা এনেছে তিনটি পরিবর্তন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর সঙ্গে দলে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুশারা। এ তিন জনকে জায়গা করে দিয়েছেন আভিস্কা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা ও মাতিশা পাতিরানা। এদের মধ্যে পাতিরানা চোটে পড়েছেন। গত রাতে তাঁর চোটের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতিতে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশঃ ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো ও নুয়ান তুশারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post