স্পোর্টস ডেস্কঃ বেশিদিন টিকলো না অলিম্পিয়াকোসের সাথে মার্সেলোর জুটি। মাত্র পাঁচ মাসেই সম্পর্ক ছিন্ন হলো দুই পক্ষের মাঝে। গ্রিসের ক্লাবটির সাথে চুক্তি বাতিল করার বিষয়টি শনিবার এক ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান তারকা।
বিদায় নিলেও, ক্লাবটির সমর্থকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মার্সেলো। তিনি জানান, ‘আমি গ্রীসে অবিস্মরণীয় কিছু মূহুর্ত কাটিয়েছি। সেখানে আমাকে দারুণ উষ্ণভাবে স্বাগতম জানানো হয়েছিল। কেবল আমাকে নয়, আমার পরিবারকেও। যদিও খুব অল্প সময়, তবে এখানের অভিজ্ঞতা এবং যেসব বন্ধুদেরকে পেয়েছি, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। অলিম্পিয়াকোসের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি। ধন্যবাদ অলিম্পিয়াকোস।’
সবশেষ মৌসুম শেষ হতেই, রিয়াল মাদ্রিদের সাথে সম্পর্ক ছিন্ন হয় মার্সেলোর। স্প্যানিশ ক্লাবটির হয়ে ৫৪৬ ম্যাচ খেলার পাশাপাশি জিতেছেন ২৫টি শিরোপা।
৩৪ বছর বয়সী লেফট-ব্যাক সেই অধ্যায় সমাপ্ত করেই, যোগ দেন অলিম্পিয়াকোসেতে। তবে সেখানে ৫ মাসের বেশি থাকলেন না। মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন গ্রীসের লিগে। তবে সেগুলোতেও বদলি হিসেবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post