স্পোর্টস ডেস্কঃ আগামীকাল ৪ আগস্ট থেকে শেরে বাংলায় পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজ সামনে রেখে স্কিল ট্রেনিং শুরুর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেস্ট দলের ক্রিকেটারদের স্কিল ট্রেনিংয়ের সময় ঠিক করা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রোববার ছাত্রদের ডাকা অসহযোগ ও অবরোধ আন্দোলনের কারণে সে অনুশীলন স্থগিত করা হয়েছে।
জাতীয় দলের বিদেশি সব কোচিং স্টাফ চলে এসেছেন বাংলাদেশে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। এর আগে ডেভিড হ্যাম্প, আন্দ্রে অ্যাডামস বাংলাদেশে এসেছেন। সবশেষ শনিবার রাতে এসেছেন সহকারী কোচ নিক পোথাস। এদিকে বিসিবির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ক্রিকেটার ও কোচিং স্টাফদের নিরাপত্তার কথা ভেবে শেষ পর্যন্ত রোববারের অনুশীলন কার্যক্রম না করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, আগামী ১৭ অগাস্ট আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ২১ তারিখ শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। আর করাচিতে দ্বিতীয় ম্যাচ শুরু হবে ৩০ অগাস্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০