স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ান ওপেনের দুইবারের ফাইনালিস্ট দানিল মেদভেদভকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছেন ইতালিয়ান টেনিস তারকা সিনার। রোববার পাঁচ সেটের ম্যারাথন লড়াই শেষে ইতালির সিনার জিতেছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। ৩ ঘণ্টা ৪৪ মিনিট লড়াই শেষে তাঁর এটি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম একক।
মেলবোর্নের রড লেভার অ্যারেনায় প্রথম দুই সেটে হারার পর তৃতীয় সেটের দশম গেমে ৩১ সেটের একটি র্যালিতে সহজ ফোরহ্যান্ড শট নেটে মেরে পয়েন্ট হারান সিনার। পড়ে সেই গেম জিতে সেটও জিতে নেন তিনি। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু এই ইতালিয়ানের। এরপর পঞ্চম সেটের ষষ্ঠ গেমে মেদভেদভের একটি সার্ভিস ব্রেক করেন তিনি।
এরপর নিজের সার্ভে আধিপত্য ধরে রেখে ম্যাচ হাতের মুঠোয় নিয়ে আসেন সিনার। শেষে দারুণ ফোরহ্যান্ড শটে ম্যাচ পয়েন্ট নিশ্চিত করেই কোর্টে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়েন তিনি। কিছুটা সময় শুয়ে থাকার পর উঠে দাঁড়িয়ে হাত মেলান পরাজিত মেদভেদভের সঙ্গে। ম্যাচ শেষে সিনার অনেক কথার মাঝে দর্শকদের ধন্যবাদ দিতে ভুললেন না। বিশেষ করে বললেন তার বাবা-মায়ের কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post