স্পোর্টস ডেস্কঃ ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্কট বোল্যান্ড খেলবেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক প্যাট কামিন্স। সাংবাদিকদের তিনি বলেন, ‘গুড লেংথে বল করতে পারা একজন পেসার স্কটি (বোল্যান্ড)। তবে জশ হ্যাজেলউড ও বাঁহাতি স্টার্কের থেকে সে দলে কিছু ভিন্নতা উপহার দেয়।’
কামিন্স একাদশ ঘোষণা না করলেও ডেভিড ওয়ার্নারকে খেলাচ্ছে অস্ট্রেলিয়া, এমনটাই ইঙ্গিত করেছেন তিনি।উসমান খোয়াজার সঙ্গে তিনি ওপেন করবেন। তিনে খেলবেন মার্নাস ল্যাবুশেনে, স্টিভ স্মিথ চারে এবং ট্র্যাভিস হেড পাঁচে খেলতে নামবেন। ছয় নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন। উইকেটকিপার হিসেবে জশ ইংলিশের চেয়ে এগিয়ে অ্যালেক্স ক্যারি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, আলেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, স্কট বোল্যান্ড।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৭ টেস্টের অভিজ্ঞতা সম্পন্ন বোল্যান্ড প্রথমবার খেলবেন ইংল্যান্ডে। এই সংস্করণে ডানহাতি এই পেসার ১৩.৪২ গড়ে উইকেট নিয়েছেন ২৮টি। নামের পাশে ইনিংসে পাঁচটি ও চারটি উইকেট আছে একবার করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post