নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নারী দলের সামনে টি-টোয়েন্টির লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্ষুদ্রতম ফরম্যাটের সিরিজকে সামনে রেখে বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও প্রথমবার ডাক পেলেন ফারজানা আক্তার লিসা। দীর্ঘদিন পর দলে ফিরলেন আরেক উইকেটকিপার ব্যাটার দিলারা আক্তার।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের দুই ম্যাচ ২ ও ৪ এপ্রিল। সবগুলো ম্যাচ শুরু দুপুর ১২টায়। এর আগে একই মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকরা পাত্তাই পায় নি অজিদের বিপক্ষে। ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার তারা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামার অপেক্ষায়।
টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোবাহানা মোস্তারি, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারজানা আক্তার লিসা, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার দোলা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post