স্পোর্টস ডেস্ক:: অজি ক্রিকেটের ‘কিংবদন্তী’ স্টিভেন স্মিথের জায়গা হয়নি বিশ্বকাপ দলে। সুযোগ পেলেন না আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা জেইক ফ্রেজার-ম্যার্গার্কেরাও। আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
মিচেল মার্শের হাতেই বিশ্বকাপে নেতৃত্বের বাটন তুলে দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ দলে অভিজ্ঞদের প্রাধান্য দিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। আইপিএলে উড়তে থাকা ট্রাভিস হেড আছেন বিশ্বকাপ দলে। ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টায়নিসরা যাচ্ছেন বিশ্বকাপের মঞ্চে। পেস আক্রমণে চেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান এলিস ও প্যাট কামিন্সদের উপর ভরসা অস্ট্রেলিয়ার। স্পিনে
অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, টিম ডেভিড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post