নিজস্ব প্রতিবেদকঃ নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুবমান গিল নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন। ট্রেন্ট বোল্টের মতো বিশেষজ্ঞ বোলারও সুবিধা করতে পারেননি। রান দিয়েছেন টিম সাউদি-লকি ফার্গুসনও। দারুণ ব্যাটিংয়ে ফিফটি হাঁকান ভারতের ওপেনার গিল। তবে সেঞ্চুরির পথে থাকা এই ব্যাটার মাঠ ছাড়লেন চোটের কারণে।
সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিতে পড়তে দেখা যায় গিলকে। এরপর উঠেই গেলেন। হেঁটেই মাঠ ছেড়েছেন, ক্র্যাম্প নাকি হ্যামস্ট্রিংয়ের চোট জাতীয় কিছু, সেটি বোঝা যায়নি। ৬৫ বলে ৭৯ রান করে আপাতত থেমেছেন গিল। বিরাট কোহলির সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। এর আগে ৩ রানের জন্য ফিফটি মিস করেন অধিনায়ক রোহিত।
দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করেন গিল। সবশেষ চার ইনিংসে আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়ের এটি তৃতীয় পঞ্চাশ। রাচিন রবীন্দ্রর বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন গিল। এই সময়ে ৪১ বলে তার ব্যাট থেকে এসেছে সাত চার ও একটি ছক্কা।
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
নিউজিল্যান্ড একাদশ- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
Discussion about this post