স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে চোট পান সৌম্য সরকার।
দ্রুত ফিজিও মাঠে প্রবেশ করে প্রাথমিক চিকিৎসা দেন। এসময় দেখা যায় অ্যাম্বুলেন্সে করে বাংলাদেশের এই ক্রিকেটারকে মাঠ থেকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
সেন্ট ভিনসেটে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭ উইেটে ১২৯ রানতুলেছে। দলীয় ৮ রানে, ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বরাবরের মতো লিটন দাস আরো একবার ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ অধিনায়ক ১০ বলে তিন রানে ফিরেছেন সাজঘরে। তার বিদায়ের পর দ্রুতই ফিরেন তানজীদ তামিমও। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে দলীয় ১১ রানে, ব্যক্তিগত ২ রানে সাজঘরে ফিরেন তিনে নামা এই ব্যাটার।
ইনিংসের শুরুতেই দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৩৯ রানে। নবম ওভারের চতুর্থ বলে ফিরে যান আরেক ওপেনার সৌম্য সরকার। ১৮ বলের ইনিংসে এক চারে ১১ রান করেন তিনি। তার বিদায়ের পর ৬ রান যোগ করতে ফিরেন ইনিিংসের হাল ধরা মেহেদী হাসান মিরাজ। দলীয় ৪৫ রানে দশম ওভারের শেষ বলে ২৬ রান করে সাজঘরে ফিরেন তিনি। ৪৫ বলের ইনিংস সাজিয়েছেন তিন চার ও এক ছক্কায়। দলীয় অর্ধশত রান পেরুতেই বাংলাদেশ হারিয়ে ফেলে পঞ্চম উইকেট। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে দলীয় ৫২ রানে প্যাভেলিয়নে ফিরেন রিশাদ হোসেন। চার বলে ৫ রান করেন তিনি।
শেষ দিকে শামীম হাসান ব্যাটে ঝড় তুলেন। দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। ১৭ বলে দু’টি করে চার ও ছক্কার ইনিংসে ৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। একটি করে চার ও ছক্কায় ২০ বলে ২১ রান করেন জাকের আলী অনীক। ৯ রানে অপরাজিত থাকেন জানজীম সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোতি ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০