স্পোর্টস ডেস্কঃ অ্যাশেজের প্রস্তুতি হিসেবে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলছে ইংল্যান্ড। চলমান এই টেস্টের দল নিয়েই মর্যাদার অ্যাশেজে নামবে ইংলিশরা। শনিবার এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছে। যেখানে আইরিশদের বিপক্ষে টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ইংলিশরা।
চোটের কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে না খেলা জেমস অ্যান্ডারসনকে নিয়েই দল ঘোষণা করেছে ইসিবি। কাউন্টিতে খেলার সময় পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেন নি অভিজ্ঞ এই পেসার। ফলে খেলা হয় নি আইরিশদের বিপক্ষে। তবে অ্যাশেজের শুরু থেকে তাঁকে মাঠে দেখা যাবে।
উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন চোট কাটিয়ে আয়ারল্যান্ড টেস্ট দিয়ে দলে ফেরা জনি বেয়ারস্টো। এদিকে জায়গা ধরে রেখেছেন পেসার জশ টাং। বেন ফোকস সবশেষ দুইবার ঘোষিত দলে থেকেছেন উপেক্ষিত। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি লর্ডসে শুরু ২৮ জুন।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, অলি রবিনসন, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড, জশ টং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post