স্পোর্টস ডেস্কঃ চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) দিচ্ছে আরব আমিরাতের ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। আর সেটিই কাজে লাগে যাচ্ছেন পেসার জুনায়েদ সিদ্দিকি ও আকিফ রাজা। গতির ঝড় তুলে প্রতিপক্ষকে বিপর্যস্ত করছেন তারা।
শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলা জুনায়েদ এখন পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। শিকার করেছেন ৯টি উইকেট। তার ইচ্ছা এখন এমআই এমিরেটসের অধিনায়ক কাইরন পোলার্ডের পরীক্ষা নেওয়া।
জুনায়েদ বলেন, ‘এখানে অনেক বড় তারকা খেলে। তাদের দেখে কিছু শেখার জন্য বড় সুযোগ। পোলার্ড হচ্ছে টি-টোয়েন্টির কিংবদন্তী। আমি যখনই সুযোগ পাবো তার ব্যাটিং করাটা কঠিন করে তুলবো।’
এদিকে আরেক পেসার আকিফ রেজা যিনি কিনা ৬ ম্যাচে শিকার করেছেন ৬ উইকেট। তিনি বলেন, ‘আমার টুর্নামেন্ট খুব ভালো যাচ্ছে। আমি অনেক উপভোগ করছি। তারকা ব্যাটারদের আউট করা দারুণ অনুভূতি। তাদের আউট করে আমি দলকে সহযোগিতা করতে পারছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post