স্পোর্টস ডেস্কঃ দিন কয়েকই পরই পর্দা উঠছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি)। আগামী ১৩ জানুযারি থেকে শুরু হবে প্রথম আসর। আর সেখানে খেলতে যাচ্ছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার টম ব্যান্টন। আদানি স্পোর্টসলাইনের দল গালফ জায়ান্টসের হয়ে মাঠ মাতাবেন তিনি।
আর এই টুর্নামেন্টে খেলতে তর সইছে না ব্যান্টনের। জানিয়েছেন খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। এখানে অংশ নিতে পারায় রোমাঞ্চিত ও খুব খুশি। প্রতিদ্বন্ধীতামূলক টুর্নামেন্টের আশায় আছেন। একইসাথে দলের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রশংসায় ভাসান। তার জন্যই গালফ জায়ান্টসের হয়ে আইএল টি-টোয়েন্টি খেলতে এসেছেন বলেও জানান। এর আগে দুই জন একইসাথে টি-টেনে কাজ করেছেন। এছাড়া এক সতীর্থর সাথেও এর আগে খেলেছেন এক দলে।
টুর্নামেন্টে খেলা নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে টম ব্যান্টন বলেন, ‘আমি অনেক রোমাঞ্চিত। আমি এই মেগা লিগের অংশ হতে পেরে অনেক খুশি। যেটা অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হতে যাচ্ছে এবং সকল খেলোয়াড় তাদের সেরাটাই দেবে এখানে।’
কোচ প্রসঙ্গে ব্যান্টন বলেন, ‘ফ্লাওয়ার বিশ্বের একজন সেরা কোচ। আমি তার সঙ্গে টি-টেনে কাজ করেছি। আমাকে এখানে আনার জন্য প্রস্তাব দিয়েছেন ফ্লাওয়ারই। আমি অনেক কিছু শিখেছি তার থেকে। আমি অনেক আনন্দিত এই দলের অংশ হতে পেরে। আমার সৌভাগ্য, গালফের অনেকের সঙ্গেই আমি আগে খেলেছি। এখানে অনেক ইংলিশ ক্রিকেটার আছে, হেটমায়ারের সঙ্গে খেলার জন্য আমি অনেক রোমাঞ্চিত। তাদের অনেককেই আমি জানি। এটা আমার জন্য অনেক সহজ হবে।’
আইএল টি-টোয়েন্টি লিগ শুরুর তৃতীয় দিন গালফ জায়ান্টস নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে। যেখানে তাদের প্রতিপক্ষ আবুধাবি নাইট রাইডার্স। একঝাঁক তারকা ক্রিকেটার দিয়ে গড়া হয়েছে গালফ জায়ান্টসের স্কোয়াড। অস্ট্রেলিয়ার ক্রিস লিন, ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার, ইংল্যান্ডের জেমস ভিন্স, ক্রিস জর্ডানরা মাঠ মাতাবেন দলটির হয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post