স্পোর্টস ডেস্কঃ আইপিএলে গত কয়েক বছরে ‘ক্লাসিকো’ ম্যাচের খেতাব পেয়ে আসছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ। টুর্নামেন্টের দুই সফলতম দলের সেই ক্লাসিকো আজ মাঠে গড়ায়। আইপিএলের চলতি আসরে প্রথমবার মুখোমুখি হলো দু’দল।
চেন্নাই-মুম্বাই ম্যাচকে ফুটবলের জনপ্রিয় লড়াইগুলোর একটি সঙ্গে তুলনা দিয়েছেন কাইরন পোলার্ড। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের মতে, ‘এটা অবশ্যই বড় ম্যাচ। আমরা এটাকে আইপিএলের ‘এল ক্লাসিকো’ বলতে পারি।’ সেই এল ক্লাসিকোর প্রথম দেখায় জিতল চেন্নাই।
চলতি আসরে টানা দ্বিতীয় হার দেখল মুম্বাই। শনিবার চেন্নাইয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৫৭ রান করে রোহিত শর্মার দল। রান তাড়ায় ১১ বল ও ৭ উইকেট হাতে রেখে আসরের নিজেদের দ্বিতীয় জয় তোলে নিয়েছে চেন্নাই।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পাওয়া হয় নি মুম্বাইয়ের। রোহিত-ইশান জুটিতে ৩৮ রান আসে শুরুতে। তবে ক্যামেরন গ্রিন-সুর্যকুমার যাদব-আরশাদ খানরা থিতু হতে পারেন নি। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ গ্রিন-সুর্যকুমার।
১৩ বলে ১ ছক্কা ও ৩ চারে ২১ রান করে ফেরেন অধিনায়ক রোহিত। ইশানের ব্যাট থেকে আসে ৩২ রান। ৫ চারে এই ইনিংস সাজান তিনি। গ্রিন ১২ রানের বেশি করতে পারেন নি। সুর্যকুমার মাত্র ১ রান করে ফিরে যান। ব্যাটারদের যাওয়াআসার মিছিলে তিলক ভার্মা খেলেছেন দায়িত্ব নিয়ে। শেষদিকে টিম ডেভিডের ব্যাটে লড়াইয়ের পুঁজি পায় মুম্বাই।
তিলক ১৮ বলে ২২ রান করেন। ডেভিড ২২ বলে করেন ৩১ রান। শেষদিকে হৃতিক শকিনের ১৩ বলে ১৮ রানের ইনিংসের সুবাদে ১৫৭ রানের পুঁজি পায় মুম্বাই। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন রবীন্দ্র জাদেজা। ৪ ওভারে ২০ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন তিনি। তুষার দেশপান্ডে-মিচেল স্যান্টনার নিয়েছেন ২টি করে উইকেট।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র চতুর্থ বলেই ডেভন কনওয়ে’র উইকেট হারায় চেন্নাই। রানের খাতা খোলার আগেই জেসন বেহরেনডর্ফের বলে বোল্ড হয়ে বিদায় নেন তিনি। শুরুতে উইকেট হারালেও মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন একাদশে সুযোগ পাওয়া আজিঙ্কা রাহানে।
শেষ পর্যন্ত রাহানে ২৭ বলে সাতটি চার ও তিনটি ছক্কার মারে ৬১ রান করেন। শিভম দুবে ২৬ বলে ২৮ রান করেন। ৩৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন গায়কোয়াড়। ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন রাইডু। আগামী ৬ মে ফিরতি লেগে চেন্নাইয়ের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সেটি হবে আইপিএল ইতিহাসের ১০০০তম ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post