নিজস্ব প্রতিবেদকঃ চলতি আইপিএলে চেন্নাই সুপারে কিংসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে বিসিবি আইপিএলে পুরো মৌসুম খেলার অনুমতি দেয়নি কাটার মাস্টারকে। আগামী ১ মে পর্যন্ত আইপিএলে থাকতে পারবেন বাঁহাতি এই পেসার। টাইগার এই পেসারকে নিয়ে আজ (বুধবার) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস কথা বলেছেন। গণমাধ্যমে বিসিবির এই পরিচালক জানালেন, আইপিএল থেকে তার শেখার কিছু নেই।
জালাল বলেন, ‘মুস্তাফিজকে আমরা ১ তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি। ২ তারিখ আসবে, ৩ তারিখ থেকে সে অ্যাভেইলেবল। মুস্তাফিজকে আইপিএল খেলে শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না।’
চলতি আইপিএলে সময়টা দারুণ কাটছে মুস্তাফিজের। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে নিষ্প্রভ থাকলেও চেন্নাই শিবিরে যোগ দিয়ে দ্যুতি ছড়াচ্ছেন এ পেসার। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে আছেন পার্পল ক্যাপ দখলের দৌড়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post