স্পোর্টস ডেস্কঃ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এ কারণে নাকি গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি। তবে খোদ ম্যাক্সওয়েলের দাবি, চোটের কারণে নয়, ছন্দে নেই বলে নিজ থেকেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। মানসিক ও শারীরিকভাবে চাঙা হয়ে উঠতেই টিম ম্যানেজমেন্টের কাছে এ অনুরোধ জানান তিনি। টিম ম্যানেজমেন্ট সেই অনুরোধে সাড়া দিয়ে তাঁকে গত রাতের ম্যাচে বিশ্রাম দিয়েছে।
ম্যাক্সওয়েল ছাড়া খেলতে নেমেও জয়ের মুখ দেখে নি বেঙ্গালুরু। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করে হায়দরাবাদ। দলের হয়ে সর্বোচ্চ ১০২ রান করেন ট্রাভিস হেড। তাছাড়া ৩১ বলে ৬৭ রান এসেছে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। জবাব দিতে নেমে দীনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ের পরও ২৫ রানে হেরেছে বেঙ্গালুরু। টানা হারের বৃত্তে থাকা দলটি আছে পয়েন্ট তালিকায় সবার শেষে। এদিকে দুর্দান্ত ফর্মে থেকে এবারের আইপিএলে এলেও এই টুর্নামেন্টে একদমই নিষ্প্রভ ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ে ছয় ইনিংস মিলিয়ে করেছেন স্রেফ ৩২ রান। এর মধ্যে এক ম্যাচেই করেছেন ১৯ বলে ২৮ রান।
নিজের এমন বাজে ফর্মের কারণে একাদশ থেকে আপাতত বিরতি চেয়েছেন ম্যাক্সওয়েল। গত রাতে হায়দরাবাদ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অজি এই অলরাউন্ডার বলেন, আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল। এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। তাই আমি অনুভব করেছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন, যেন আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয়। আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেওয়া এটা ভালো সময়। আশা করি সে তার সক্ষমতা দেখিয়ে দলে জায়গা পাকাপোক্ত করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post