স্পোর্টস ডেস্কঃ চলমান আইপিএল থেকে ছিটকে গেছেন কলকাতা নাইট রাইডার্সের আফগান রহস্য স্পিনার মুজিব উর রেহমান। তাঁর জায়গায় নেওয়া হয়েছে আরেক আফগান ক্রিকেটার। তিনি ১৬ বছর বয়সী আরেক রহস্য স্পিনার আল্লাহ গজনফর।
স্রেফ ৩টি টি-টোয়েন্টি খেলেই বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরে দল পেয়ে গেলেন গজনফর। এই মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। ওই সিরিজে দুই ম্যাচ খেলে কোনো উইকেট অবশ্য তিনি পাননি। এর আগে গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন এই স্পিনার। ১৬.৭৫ গড়ে নিয়েছিলেন ৮ উইকেট। এখন পর্যন্ত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচে এই অফ স্পিনারের শিকার ৪ উইকেট। ৩ টি-টোয়েন্টিতে তার উইকেট ৫টি।
এদিকে চলতি আইপিএল জয় দিয়ে শুরু হয়েছে কলকাতার। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ঘরের মাঠে ৪ রানে জিতে এবারের আসর শুরু করেছে তারা। মুজিব অবশ্য প্রথম ম্যাচেও দলে ছিলেন না। আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। এদিকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে তরুণ গজনফরকে দলে নেওয়ার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে কলকাতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post