স্পোর্টস ডেস্কঃ আইপিএল ক্যারিয়ারকে বিদায় বলার অপেক্ষায় দিনেশ কার্তিক। চলতি মাসের ২২ তারিখে শুরু হতে যাওয়া আইপিএলের আসরটিই হবে তার ক্যারিয়ারের শেষ। এই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলবেন কার্তিক।
আইপিএলে এ পর্যন্ত ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কার্তিক। দলগুলো হলো দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে দিল্লি ক্যাপিটালস), কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), মুম্বাই ইন্ডিয়ানস, গুজরাট লায়নস (বিলুপ্ত), কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
আইপিএলে মোট ২৪০ ম্যাচে ৪৫১৬ রান করেছেন কার্তিক। স্ট্রাইক রেট ১৩২-এর একটু বেশি। আছে ২০টি ফিফটি। উইকেটকিপার হিসেবে সব রকম ডিসমিসাল মিলিয়ে মহেন্দ্র সিং ধোনির পরই অবস্থান কার্তিকের (১৩৩)। এদিকে ধারণা করা হচ্ছে এবারের আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় বলে দিবেন কার্তিক। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ১৭৬টি ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে তিন হাজারের বেশি রান করেছেন এই ডানহাতি ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post