স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর আগে মাত্র দুটি দলের ইনজুরি সমস্যা ছিল না। আর বাকি আট দলই ইনজুরি সমস্যায় ছলে। যে দুটি দলের ইনজুরি সমস্যা ছিল না, তার একটি হলো বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তবে এবার সেই দলটিও ইনজুরি সমস্যায় পড়েছে।
আসরের প্রথম ম্যাচ শেষেই গুজরাট টাইটান্স শিবিরে দুঃসংবাদ। ছিটকে গেছেন দলের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের হাঁটুর ইনজুরিতে চলমান আইপিএলে আর খেলা হচ্ছে না। এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, চলতি আইপিএল শেষ হয়ে গিয়েছে উইলিয়ামসনের।
মূলত শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়ে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে চেন্নাই প্রথম ইনিংসে ব্যাট করছিল। ১৩তম ওভারে একটি ছয় বাঁচিয়ে ক্যাচ বানাতে গিয়ে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়েন উইলিয়ামসন। ছয় বাঁচাতে সক্ষম হলেও, বাউন্ডারি লাইনে বেশ আঘাতপ্রাপ্ত হন এই তারকা।
পরবর্তীতে বেশ খানিকসময় বাউন্ডারি লাইনে ফিজিওর তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা সারতে দেখা যায় উইলিয়ামসনকে। কিন্তু এরপরই সতীর্থ ও ফিজিওর কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে ড্রেসিং রুমের পথ ধরেন। আর মাঠে নামা হয়নি ফিল্ডিংয়ের সময়। এমনকি ব্যাটিং ইনিংসেও উইলিয়ামসনের পরিবর্তে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়মে বদলি হিসেবে ব্যাট করতে নামেন সাই সুদর্শন।
জানা গেছে, উইলিয়ামসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে স্ক্যান করেই ফলাফল ভালো আসেনি। অন্তত দুই মাসের জন্য ছিটকে গেছেন বলেই ভারতীয় গণমাধ্যমের খবর। তবে সব নিশ্চিত হওয়া যাবে গুজরাট টাইটান্সের আনুষ্ঠানিক নিশ্চয়তার পরই।
এবারের আসরে মিনি নিলাম থেকে উইলিয়ামসনকে দলে ভেড়ায় গুজরাট। শুরুতে কেউ কেনেনি তাঁকে। তবে দ্বিতীয় রাউন্ডে ফের নাম উঠায়, ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে উইলিয়ামসনকে দলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। এবার এই ব্যাটারের ছিটকে যাওয়া বড় ধাক্কাই দলটির জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post