স্পোর্টস ডেস্কঃ পুরনো রূপে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আইপিএল হবে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে। ফলে এবারের আসর নিয়ে বেশ উচ্ছ্বসিত আয়োজকরাও। শুক্রবার (৩১ মার্চ) পর্দা উঠবে এবারের আসরের। উদ্বোধনী ম্যাচে নামার আগে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে।
শুক্রবার গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। তবে আসর শুরুর আগের দিন দুঃসংবাদ চেন্নাই শিবিরে। চোটের কারণে ছিটকে গেছেন দলটির পেসার মুকেশ চৌধুরী। এক বিবৃতিতে এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২৬ বছর বয়সী মুকেশ গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন। নিয়েছিলেন ১৬টি উইকেট। এবার ভালো কিছুর আশায় এই পেসারকে দলে নিয়েছিল মাহেদ্র সিং ধোনির চেন্নাই। কিন্তু আসর শুরুর আগের দিন দুঃসংবাদ শুনতে হলো দলটিকে। এর আগে চোটের কারণে চেন্নাই কাইল জেমিসনকে হারিয়েছে। তাঁর পরিবর্তে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার সিসান্ডা মাগালাকে দলে নিয়েছে তারা।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), রুতুরাজ গাইকোয়াড়, আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি (ইংল্যান্ড), শিভাম দুবে, রাজবর্ধন হাঙ্গারজকার, ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী*, মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), সিমারজিত সিং, প্রশান্ত সোলাংকি, মহেশ থাকসিনা (শ্রীলঙ্কা), আজিঙ্কা রাহানে, বেন স্টোকস (ইংল্যান্ড), শাইক রশীদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন (নিউজিল্যান্ড), অজয় মণ্ডল, ভগত ভার্মা ও সিসান্দা মাগালা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post