স্পোর্টস ডেস্কঃ গোড়ালির চোটের জন্য চলতি আইপিএলে মাঠে নামতে পারবেন না রজত পাতিদার। এক বিবৃতিতে এই ক্রিকেটারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে তাঁর দল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাতিদারকে ছেড়ে দিলেও এখনই তাঁর বদলি ক্রিকেটার দলে নিচ্ছে না ফাফ ডু প্লেসির দল।
আইপিএলের গত মৌসুমে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন পাতিদার। যদিও তিনি মাত্র ৭টি ইনিংসে ব্যাট হাতে মাঠে নামতে পারেন। ৫৫.৫০ গড়ে দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৩৩৩ রান সংগ্রহ করেন তিনি। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেন ব্যাঙ্গালোরের এই ব্যাটার।
ফর্মের তুঙ্গে থাকা পাতিদার গত বছর মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফি জিতেছিলেন। এরপর তিনি ডাক পেয়েছিলেন ভারতের ওয়ানডে দলেও। তবে অভিষেক হয়নি। এবার তাঁকে ঘিরেই দল সাজিয়েছিল ব্যাঙ্গালোর। কিন্তু চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গেলেন তিনি।
এদিকে চোটের কারণে ব্যাঙ্গালোর পুরো আসরে সার্ভিস পাবে না উইল জ্যাকসের। ইংলিশ এই অলরাউন্ডার আসর শুরুর আগে ছিটকে গেছেন। এছাড়া আরেক ক্রিকেটার জস হ্যাজেলউডকেও এখনো পায় নি দলটি। এই অজি পেসার ভুগছেন পায়ের পেশির চোটে। এখনো অস্ট্রেলিয়ায় আছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post