স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। জিতলেন মর্যাদার স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি। আজ আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
বর্ষসেরা হওয়ার প্রতিযোগিতায় কামিন্সের সঙ্গে ছিলেন ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তাদের সবাইকে পেছনে ফেলে এই পুরস্কার জিতলেন কামিন্স। রিকি পন্টিং, মিচেল জনসন, মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথের পর পঞ্চম অস্ট্রেলিয়ান হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন তিনি।
সদ্য সমাপ্ত বছরে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন কামিন্স। সব ফরম্যাট মিলিয়ে মোট ২৪টি ম্যাচ খেলে বল হাতে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। বোলিংয়ে বেশ উজ্জ্বল কামিন্স ব্যাট হাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ব্যাট হাতে গত বছর ৪২২ রান করেছেন তিনি। কামিন্স সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক হিসেবে। দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার নেতৃত্বেই প্রতিপক্ষের মাঠ থেকে অ্যাশেজ পুনরুদ্ধার করে অজিরা। তিনটি দলগত সাফল্যেই অধিনায়ক হিসেবে মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post