স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ী বাংলাদেশ দলের বোলাররা পেলেন দারুণ সুখবর। ক্যারিয়ারে প্রথমবার সেরা দশে এসেছেন শেখ মেহদী। উন্নতি করেছেন তাসকিন আহমদ ও রিশাদত হোসেনও।
ক্যারিবিয়ান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শেখ মেহদী হাসান। ব্যাট হাতে ৩৭ রান করেছেন। বল হাতে শিকার তার আট উইকেট। সিরিজ সেরার পাশাপাশি এবার আইসিসি র্যাংকিংয়ে সুখবর পেলেন তিনি। ক্যারিয়ার সেরা ৬৩৬ রেটিং নিয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ১৩ ধাপ উন্নতি করে টি-২০ বোলারদের র্যাংকিংয়ে মেহদী আছেন দশম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ রানে ৪টি, দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২টি ও শেষ ম্যাচে ১৩ রানে ২টি উইকেট শিকার করেন তিনি।
বাংলাদেশের পেসার তাসকিন আহমদও সিরিজে দুর্দান্ত বল করেন। প্রথম ম্যাচে ২৮ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে ৩ উইকেট আর তৃতীয় ম্যাচে ৩০ রানে ২ টি উইকেট শিকার করেন তিনি। ৬৩০ রেটিং নিয়ে সাত ধাপ উন্নতি করে তাতে ক্যারিয়ার একাদশতম স্থানে উঠেছেন তিনি। মেহদীর পরেই তার অবস্থান।
স্বাগতিক ক্যারিবিয়ানদের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে ২১ ধাপ উন্নতি করেছেন রিশাদ হোসেন। ৬২১ রেটিং নিয়ে বোলারদের র্যাংকিংয়ে ১৭তম অবস্থানে রয়েছেন। এটিই তার ক্যারিয়ার সেরা অবস্থান। রিশাদ তৃতীয় ম্যাচে ২১ রানে ৩টি, দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২টি ও প্রথম ম্যাচে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আর হাসান মাহমুদ ২৩ ধাপ উন্নতি করে আছেন ২৪তম স্থানে। তিনি প্রথম ম্যাচে ২টি, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ১টি করে উইকেট নেন। তার রেটিং ক্যারিয়ার সেরা ৫৯৭।
আইসিসির টি-২০ বোলারদের র্যাংকিংয়ে শীর্ষেই আছেন মোতি। সেরা দশে শেখ মেহদীর প্রবেশ ছাড়া বাকি ৯ অবস্থানে আর কোনো পরিবর্তন নেই। ৭০৭ রেটিং নিয়ে যথারীতি গুদাকেশ মোতি আছেন শীর্ষে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০