স্পোর্টস ডেস্ক:: আগের দিন অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অথচ পরদিনই সেই তিনি হয়ে গেলেন অস্ট্রেলিয়া জাতীয দলের সহকারী কোচ। সাবেক উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সবাইকে চমকে দিয়ে অবসর ঘোষণার পরপরই জাতীয় দলের সহকারী কোচের চাকরি পেলেন ম্যাথু ওয়েড। ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করবেন। ঘরের মাঠে টি-২০ সিরিজে ডাগআউটে থাকবেন তিনি।
লঙ্গার ভার্সন থেকে আগেই অবসর নেওয়া ম্যাথু ওয়েড গতকাল আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি অবশ্য গত জুনেই খেলেছেন শেষ ম্যাচ। গত টি-২০ বিশ্বকাপে খেলেছেন এই ফরম্যাটের শেষ ম্যাচ, শেষ ওয়ানডে খেলেছেন জুনে।১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলে অবসর নিয়ে অবসর কাটানোর খুব একটা সময় পেলেন না তিনি। এখন থেকে নামতে হবে কোচিংয়ে।
জাতীয দলের সহকারী কোচ হয়ে কাজ করলেও তিনি হোবার্ট হারিকেনসের হয়ে বিগ ব্যাশ লিগে খেলবেন। এছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন আরো কিছু দিন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে পাকিস্তানের সিরিজে দায়িত্ব পালন করতে পারবেন না অস্ট্রেলিয়ার মূল কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ও তাঁর সহযোগীরা। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া পাকিস্তান সিরিজের টি-২০ ফরম্যাটের জন্য কোচের দায়িত্ব দিয়েছে আন্দ্রো বোরোভেক। ম্যাথ ওয়েড বোরোভেকের সহকারী হিসেবেই কাজ শুরু করবেন।
নিজের অবসর ঘোষণা কোচিং ক্যারিয়ার নিয়ে ম্যাথু ওয়েড বলেন, ‘সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই আমার মনে হয়েছে, সম্ভবত আন্তর্জাতিক ক্যারিয়ার এখানেই শেষ। গত ছয় মাসে জর্জ বেইলি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। কয়েক বছর ধরেই কোচিংয়ের কথাটা মাথায় ছিল। ভাগ্যক্রমে ভালো সুযোগই পেয়ে গেলাম। আমি খুব রোমাঞ্চিত এ নিয়ে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০