স্পোর্টস ডেস্কঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কেপ টাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
এই ম্যাচের টস জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
এই ম্যাচে একাদশে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়া ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে জ্যোতিরা।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, মারুফা আক্তার, ফাহিমা খাতুন ও সালমা খাতুন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post