স্পোর্টস ডেস্কঃ আনকোরা টেস্ট দল নিয়ে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজের জন্য আজ ১৪ সদস্যের দল দিয়েছে তারা। যেখানে অর্ধেক ক্রিকেটারেরই হয়নি আন্তর্জাতিক অভিষেক। যাকে দেওয়া হয়েছে নেতৃত্বভার-সেই নিল ব্র্যান্ডও এখনো পাননি আন্তর্জাতিক ক্রিকেট খেলা স্বাদ।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডের মাত্র তিন জন আছেন নিউজিল্যান্ড সফরের এই দলে। কিগান পিটারসেন, ডেভিড বেডিংহ্যাম ও জুবাইর হামজা আছেন দলে। মূলত এসএটোয়েন্টির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কিউই সফরে প্রথম পছন্দের বেশিরভাগ খেলোয়াড়কে পাচ্ছে না প্রোটিয়ারা।
অধিনায়কত্ব দেয়া হয়েছে নিল ব্র্যান্ডকে। যিনি আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেননি এর আগে। অধিনায়ক ব্যান্ড ছাড়াও অভিষেকের অপেক্ষায় আছেন ক্লাইড ফরচুন, রুয়ান ডি সোয়ার্ট, শেপো মোরেকি, মিহলালি এমপোঙ্গোয়ানা, রেনার্ড ফন টন্ডার ও শন ফন বার্গ। এদিকে ২০১৭ থেকে গত বছর পর্যন্ত ১৫ টেস্ট খেলা পেসার ডুয়ান অলিভিয়ের দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। কিগান পিটারসেন খেলেছেন ১২ টেস্ট।
আগামী ৪ ফেব্রুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। হ্যামিল্টনে ১৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এদিকে আগামী ১০ জানুয়ারি শুরু হবে এসএটোয়েন্টি আর নিউজিল্যান্ডে প্রথম টেস্ট শুরু হবে ৪ ফেব্রুয়ারি। তাই সফরে পাওয়া যাবে না তারকা প্রোটিয়া ক্রিকেটারদের।
Discussion about this post