স্পোর্টস ডেস্কঃ শেষ ওভারে এমআই এমিরেটসের প্রয়োজন ছিল ২০ রান। ব্যাটিংয়ে ছিলেন ডোয়াইন ব্রাভো ও নজিবুল্লাহ জাদরান। আবুধাবি নাইট রাইডার্সের হয়ে বোলিংয়ে আসেন অভিজ্ঞ আন্দ্রে রাসেল। এই অলরাউন্ডারকে ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়ে ২৫ রান তুলে জয় ছিনিয়ে নেন ব্রাভো-জাদরান। রুদ্ধশ্বাস ম্যাচে ইনিংসের একেবারে শেষ বলে গিয়ে এমিরেটস জিতে ৫ উইকেটের ব্যবধানে।
১৭১ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৭৬ রান করে এমিরেটস। জাদরান ১৭ বলে ১ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৩৫ ও ব্রাভো ৬ বলে একটি করে চার-ছয়ের মারে ১৫ রান করে অপরাজিত ছিলেন।
এর আগে ৪৩ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫৩ রান করে জয়ের ভিত গড়ে দেন আন্দ্রে ফ্লেচার। এছাড়া অধিনায়ক কাইরন পোলার্ড ২৩ বলে ৩১ ও নিকোলাস পুরান ১৩ বলে ২০ রান করেন।
আবুধাবির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন লাহিরু কুমারা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে আবুধাবি ৭ উইকেটে ১৭০ রানের পুঁজি পায়। ধনাঞ্জয়া ডি সিলভা খেলেন ৬৫ রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ৪০ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কার মারে। এছাড়া অধিনায়ক সুনীল নারাইন ১৮ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন। চারিথ আসালঙ্কা ২৩ রান করেন।
এমআই এমিরেটসের হয়ে ২টি উইকেট করে নেন ফজল হক ফারুকি ও জাহুর খান।
তিন ম্যাচ খেলে একটি ম্যাচও হারেনি এমিরেটস। অপরদিকে নারাইন-রাসেলদের আবুধাবি সর্বোচ্চ ৫ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post