নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। শনিবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে আফগান ফুটবলাররা। সূচি অনুযায়ী আগামী ৪ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান।
‘ফিফা টায়ার-১’-এর দুই প্রীতি ম্যাচের পরেরটি হবে আগামী ৭ সেপ্টেম্বর। ম্যাচ দুটি খেলতে গত রাত ১১টা ৩০ মিনিটে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর নামে আফগান দল। দুই ম্যাচের ভেন্যু ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা।
যদিও প্রাথমিকভাবে এই ম্যাচগুলো ভেন্যু ছিল সিলেট জেলা স্টেডিয়াম। কিন্তু ফুটবলারদের আপত্তির ভিত্তিতে সিলেট ভেন্যুকে বাদ দিয়ে কিংস অ্যারেনাকে বেছে নেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে সিলেটের মাঠ খারাপ হওয়ায় আফগানিস্তানকে কিংস অ্যারেনাকে স্বাগত জানাবে বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় সিলেট বেশ কিছুদিন ধরে ছিল বাফুফের হোম ম্যাচ আয়োজনের একমাত্র ভেন্যু। তবে এবার ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে সিলেট।
আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ফুটবলার-
গোলকিপার: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম, মিতুল মারমা, পাপ্পু হোসেন
ডিফেন্ডার:বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারিক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইশা ফয়সাল, আতিকুজ্জামান।
মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরছালিন, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আমিনুর রহমান সজীব, সারোয়ার জামান নিপু, জাফর ইকবাল, মোহাম্মদ ইব্রাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post