স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ পাকিস্তান-আফগানিস্তান লড়াই। দুই প্রতিবেশীর লড়াইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
নিজেদের প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। তারপরই ছন্দপতন হয় বাবর আজমদের। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে নিজেদের চতুর্থ ম্যাচে। ভারতের কাছে হারের দুঃস্মৃতি ভুলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য ছিল পাকিস্তানের। কিন্তু অজিদের কাছে ৬২ রানে হার বরণ করতে হয় তাদের।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে বড় পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করে আফগানিস্তান। নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হারে ৮ উইকেটে। টানা দুই ম্যাচ হারলেও আত্মবিশ্বাসে চিড় ধরেনি আফগানিস্তানের। পরের ম্যাচেই ক্রিকেট বিশ্বকে চমকে দেয় রশিদ-নবীরা। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিজেদের তৃতীয ম্যাচে ৬৯ রানে হারায় তারা। কিন্তু জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারেনি আফগানিস্তান। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হার মানে তারা।
আজকের ম্যাচটিতে দুই দলই একটি করে পরিবর্তন এনেছে। পাকিস্তানে মোহাম্মদ নেওয়াজের বদলে খেলবেন শাদাব খান আর আফগানিস্তানে ফজল হক ফারুকীর বদলে খেলবেন নুর আহমেদ। অর্থাৎ চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে বাড়তি স্পিনার খেলাচ্ছে আফগানরা।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটকিপার), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক ও নূর আহমেদ।
পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, উসামা মীর, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post