নিজস্ব প্রতিবেদকঃ টেস্ট খেলতে আগামী মাসেই বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। প্রথম ধাপে টেস্ট খেলে আফগানরা যাবে ভারতে, সেখানে ওয়ানডে সিরিজ খেলে তারা আবার আসবে ঢাকায়। চট্টগ্রামে খেলবে ওয়ানডে, সিলেটে টি-টোয়েন্টি।
আফগানদের বিপক্ষে সাদা পোশাকের দল আগামী ১ জুন ঘোষণা করা হতে পারে। টেস্ট চলাকালীনই ঘোষণা করা হবে ওয়ানডে দল। গুঞ্জন রয়েছে, সেখানে জায়গা হচ্ছে না মাহমুদউল্লাহ রিয়াদের। আর তাই সিরিজ চলাকালে হজ পালন করতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার। এজন্য আগামী ২২ জুন দেশ ছাড়বেন সাবেক বাংলাদেশ অধিনায়ক।
হজে যেতে ছুটির জন্য বোর্ডকে চিঠি দিয়েছেন রিয়াদ। সে সাথে এরই মধ্যে অনুমতিও পেয়েছেন তিনি। হজ পালন শেষে ৫ জুলাই দেশে ফিরতে পারেন এই অলরাউন্ডার। এর আগে গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে বাদ পড়েন রিয়াদ। তাকে ফেরানো হয়নি আইরিশদের বিপক্ষে পরের সিরিজেও।
এদিকে আফগানদের বিপক্ষে সিরিজটি হবে দুই ধাপে। ঢাকায় টেস্ট খেলে ভারতে যাওয়া রশিদ খান-মোহাম্মদ নবীরা সেখানে সিরিজ শেষ করে ১ জুলাই ফের বাংলাদেশে আসবে। ২ ও ৩ জুলাই অনুশীলন করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই খেলবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। ৮ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচ দুটি ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ সফরে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল আফগানদের। কিন্তু দুই দলের ঠাঁসা সূচির কারণে একটি করে টেস্ট ও টি-টোয়েন্টি কমানো হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post