নিজস্ব প্রতিবেদকঃ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশের (কোয়াব) নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের এই সংগঠনের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাঈমুর রহমান দুর্জয়। একইসাথে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দেবব্রত পাল।
শনিবার কোয়াবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে একইসাথে নতুন নির্বাচনও হয়েছে। বার্ষিক সাধারণ সভার সাথে নতুন নির্বাচনও করা হয়েছে। কোয়াবের পক্ষ থেকে কোয়াব সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক, মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু প্রস্তাব উত্থাপন করেন দুর্জয় ও দেবব্রতর নাম।
এসময় উপস্থিত কোয়াব সদস্যরা সাবেক ও বর্তমান ক্রিকেটাররা হাত তুলে সেই প্রস্তাবে সায় দেন। এতেই কোনো ধরনের প্রতিদ্বন্দ্বীতা ছাড়াই কোয়াব পুরোনোদেরকেই আবার নতুন মোড়কে নেতৃত্বে পায়। এর আগেও এই দুজনই দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছিলেন কোয়াবের শীর্ষ পদে।
এবার ফের একবার দেখা যাবে দুর্জয় ও দেবব্রতকে। নাঈমুর রহমান দুর্জয় একজন সংসদ সদস্য। একইসাথে বিসিবি পরিচালক ও হাই পারফর্ম্যান্স (এইচপি) কমিটির চেয়ারম্যান। আর দেবব্রত পাল বর্তমানে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। এই পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post