স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে চরম ভরাডুবির জেরে, শ্রীলঙ্কার ক্রিকেটে ঝড় উঠে। টুর্নামেন্ট চলাকালীনই শ্রীলঙ্কা ক্রিকেটের পুরো বোর্ডকে বরখাস্ত করে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। অর্জুন রানাতুঙ্গাকে প্রধান করে নতুন কমিটি দেয়। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নতুন কমিটি বাদ দিয়ে পুরান কমিটি বহাল রাখা হয়।
এদিকে আবার সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞা লঙ্কান ক্রিকেট বোর্ডকে। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞার মধ্যে কিছু পরিবর্তন আনা হয়। এসবের মধ্যেই লঙ্কান ক্রিকেট বোর্ডে বড় রদবদল হচ্ছে একাধিক জায়গায়। সাম্প্রতিক সময়ে বদলে ফেলা হয়েছে পুরো নির্বাচক কমিটি।
নির্বাচক প্যানেলে পরিবর্তনের পর এবার নতুন নিয়োগ দিল দেশটির ক্রিকেট বোর্ড। সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়াকে ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।
জয়সুরিয়ার মূল কাজ হবে হাই পারফরম্যান্স ইউনিট নিয়ে কাজ করা। যারা কিনা ভবিষ্যতে জাতীয় দলে আসবেন। এর পাশাপাশি অবশ্য জাতীয় দলের জন্যও বিশেষ স্কিল প্রোগ্রাম করবেন তিনি। এবারই প্রথম নয়, অতীতে এসএলসিতে কাজ করার অভিজ্ঞতা আছে এই কিংবদন্তির।
২০১৩-২০১৫ ও ২০১৬-২০১৭ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। তবে নির্বাচক হিসেবে বিতর্কিত হয়েছেন সাবেক তারকা অলরাউন্ডার। ক্রিকেটারদের সাথে সম্পর্ক ভালো না থাকার বিষয়টি সামনে আসে। সাঙ্গাকারা-জয়াবর্ধনের মতো ক্রিকেটাররা তার সময়েই অবসর নেয়। এছাড়া দুনীর্তি বিরোধী ধারা ভঙ্গের কারণে আইসিসি থেকে দুই বছরের নিষেধাজ্ঞাও পেয়েছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post