স্পোর্টস ডেস্ক:: স্পিট স্টার তাসকিন আহমদের পিঁছু ছাড়ছে না চোট। আয়ারল্যান্ড সিরিজে সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তিনি। ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ জাতীয় দলের এই তারকাকে তিন সপ্তাহের বিশ্রাম দিয়েছে আপাতত।
ঈদুল ফিতরের পর বাংলাদেশ দলের ইংল্যান্ডে আয়ারল্যান্ড বিপক্ষে সিরিজ আছে। আগামি ২৬ এপ্রিল থেকে সিলেটে জাতীয় দলের ক্যাম্পও শুরু হবে। তবে সেই ক্যাম্পে এখনো অনিশ্চিত তাসকিন আহমদ।
ঈদের পর তার পুর্নবাসন প্রক্রিয়া শুরু হবে। এরপরই জানা যাবে তাসকিন কবে ফিরবেন মাঠে। তিন সপ্তাহের বিশ্রামের পরই জানা যাবে কবে মাঠে ফিরতে পারেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন ঈদের পরই বলা যাবে তাসকিন কবে মাঠে ফিরতে পারবেন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন থেকে মাঠে ফিরতে কতদিন লাগবে তা তিন সপ্তাহের বিশ্রামের পরই বলা যায়। স্ট্রেইনটা গ্রেড ওয়ান পর্যায়ের। ঈদের পর তিন সপ্তাহ শেষ হবে, এরপর আরো সপ্তাহ খানেক লাগবে। তিন সপ্তাহের পর কেমন উন্নতি হচ্ছে, এটা দেখে তারপর বলা যাবে ওর চোটের কি অবস্থা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post