নিজস্ব প্রতিবেদকঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজে ব্যাটিংয়ে ভারতের বিপক্ষে হার দেখতে হয়েছে বাংলাদেশকে। এমন হারে ১-০’তে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামতে যাচ্ছে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে সেই ম্যাচ।
আর এই ম্যাচ দিয়েই সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন কোচ হাসান তিলকারত্নে। নিজেদের ব্যাটিং ভালো না হওয়ায়, প্রথম ম্যাচে হার দেখতে হয়েছে বলে জানিয়েছেন হাসান। কন্ডিশন-উইকেট সবকিছুই নিজেদের মতো ছিল। অনেক সুবিধা থাকা স্বত্ত্বেও সেখানে ভালো করতে পারেনি টাইগ্রেসরা। এর জন্য কোনো অজুহাত দিতে চান না বাংলাদেশ কোচ।
হাসান তিলকারত্নে বলেন, ‘ঘুরে দাঁড়াতে চাই তো অবশ্যই। (প্রথম ম্যাচে) তাদের ১৪৫ রানে আটকে রাখার কাজটা আমাদের বোলারদের দিক থেকে বেশ ভালো ছিল। কয়েকটি ক্যাচ ফেলেছি, এরপরও এটা ভালো ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাটিং ক্লিক করেনি। আমার মনে হয় এটা তাড়া করার মতো ছিল। ব্যাটিং যেভাবে করেছি তাতে হতাশ।’
হাসান আরও বলেন, ‘আমরা কোনো অজুহাত দিতে চাই না। ব্যাটিং-বোলিং মিলিয়ে অনেক সুবিধা। আমরা নিজেদের মেলে ধরতে পারিনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post