স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগে এক সেমি ফাইনালে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে দলটি ৩-০ গোলে হারিয়েছে। ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়ায় প্রশংসায় ভাসছে দলটি। তবে এর পেছনে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন পেপ গার্দিওলা।
নিজের সাবেক দলকে আটকাতে ঘাম ঝড়াতে হয়েছে গার্দিওলাকে। মাঠের খেলায় সবাই যতটা সহজ জয় দেখছে, ততটা সহজ আসলে ছিল না। প্রতিপক্ষের জন্য রণকৌশল সাজাতে গিয়ে ঝড় বয়ে গেছে এই তারকা কোচের।
ম্যাচ শেষে তাই গার্দিওলা বললেন, তিনি এখন খুব ক্লান্ত। এই এক ম্যাচেই তার বয়স বেড়ে গেছে ১০ বছর। এখন পুরোপুরি একদিন বিশ্রাম নিতে চান তিনি। ম্যাচ নিয়ে শিষ্যদের প্রশংসা করেছেন। একইসাথে প্রশংসা করেছেন বায়ার্নেরও।
গার্দিওলা বলেন, ‘কাজটা একেবারেই সহজ ছিল না। মানসিকভাবে বিধ্বস্ত ও ক্লান্ত আমি। আজ আমার বয়স ১০ বছর বেড়ে গেছে। এই ম্যাচ অনেকখানি শুষে নিয়েছে। এখন আমাকে বিশ্রাম করতে হবে। দলের সবাই এক দিনের ছুটি পাচ্ছে।’
এই স্প্যানিশ কোচ আরও বলেন, ‘খেলার কিছু অংশে আমাদের চেয়ে তারা ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমরা কিছু জায়গা ঠিক করে নেই। আর খেলার শেষ সময়ে আমরা ওদের থেকে ভালো ছিলাম। দারুণ তিনটি গোল করেছি আমরা, সুযোগও বেশি পেয়েছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post