স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ম্যাচে বিশাল জয় পেয়েছে নেপাল। আইসিসির ওয়ানডে বিশ্বকাপ লিগে-২’র ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৭৭ রানে হারিয়েছে নেপাল। ঘরের মাঠ কীর্তিপুরে নিজেদের ওয়ানডে ইতিহাসের এই রেকর্ড জয় পায় দলটি। এছাড়া এই জয়ে নেপালের ওয়ানডে স্ট্যাটাস আরও চার বছরের জন্য বেড়েছে।
টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভার পূরণ হওয়ার চার বল বাকি থাকতে ২৪৮ রানে অলআউট হয়ে পড়ে নেপাল। দলের পক্ষে অধিনায়ক রোহিত প্যাডেল সর্বোচ্চ ৭৭ রান করেন। ১১২ বলের ইনিংসটি সাজান ৯ বাউন্ডারির মারে। এর বাইরে আরিফ শেখ ৪৩, গুলশান ঝা ৩৭ ও দীপেন্দ্র সিং ৩৪ রান করেন।
আরব আমিরাতের হয়ে আফজল খান, জাহোর খান, রোহান মোস্তফা ও জাওয়ার ফরিদ ২টি করে উইকেট শিকার করেন।
২৪৯ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় একশ রানও করতে পারেনি ইংলিশরা। ২২.৫ ওভারে মাত্র ৭১ রানে গুঁটিয়ে যায় সফরকারীদের ইনিংস। মাত্র তিন ব্যাটার ব্যক্তিগত রানের খাতা দুই অঙ্কের ঘরে নিতে পারেন। এর মধ্যে ৩৩ বলে ২টি করে চার ও ছয়ের মারে সর্বোচ্চ ২৯ রান করেন আফজল খান।
নেপালের হয়ে ৭.৫ ওভার বল করে ২ মেইডেনসহ মাত্র ২০ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেন ললিত রাজবংশী। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের পাশাপাশি ক্যারিয়ার সেরা বোলিংও এটি তার। এর বাইরে সন্দ্বীপ লামিচানে ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post