স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট আর নাটক যেনো একে অপরের সঙ্গী। এবার নাটকীয় ভাবে অবসর নিলেন মোহাম্মদ আমির। আগের দিন অবসর নিয়ে ছিলেন ইমাদ ওয়াসিম। এক দিন যেতে না যেতেই তার পথে হাঁটলেন আমিরও। দু’জনেই অবসর নিলেন দ্বিতীয়বার।
গত ১৩ ডিসেম্বর শুক্রবার ইমাদ ওয়াসিমের অবসর ঘোষণার একদিন পর আজ ১৪ ডিসেম্বর শনিবার অবসরের ঘোষণা দেন আমির। এই দুই ক্রিকেটারের বিদায়ে শুভকামনা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে “অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও বাঁহাতি পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তারা দু’জনই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে সবশেষ টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছে।”
চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড বলছে “পাকিস্তান ক্রিকেটকে নিজেদের সেরাটা দেওয়ার জন্য পিসিবি ইমাদ ও আমিরের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের ভবিষ্যতের জন্য আমরা শুভকামনা জানাই।”-
টি-২০ বিশ্বকাপের সবশেষ আসরে খেলেছেন পাক এই দুই পেসার। । ইমাদ ১৪.৬৬ গড়ে ২ ম্যাচে নিয়েছিলেন ৩ উইকেট, সঙ্গে করেছিলেন ১৯ রান। দলের সেরা বোলার আমির চার ম্যাচে ১০.২৮ গড়ে নিয়েছিলেন ৭ উইকেট।পাকিস্তান হারে যুক্তরাষ্ট্রের কাছেও। শেষ পর্যন্ত নানান সমীকরণের ফাঁদে আটকে গ্রুপ পর্বেই বাদ পড়ে যায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০