নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ এবং ভারত নারী দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ টাই হয়েছে। রুদ্ধশ্বাস, রোমাঞ্চকর লড়াইয়ের ম্যাচটি একেবারে শেষ ওভারে গিয়ে অমীমাংসিত থেকে যায়। ১-১ সমতায় শেষ হয় তিন ম্যাচের সিরিজটিও।
তবে শেষ ম্যাচের আম্পায়ারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে নিজেদের অসুন্তুষ্টির কথা জানান সরাসরি।
আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝেড়ে হরমনপ্রীত বলেন, ‘আমার মনে হয় অনেক কিছু শেখার আছে এই ম্যাচ থেকে। আর ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে তা আমাকে অনেক অবাক করেছে। পরে যখন আমরা আবার বাংলাদেশে আসবো, এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে সেটা নিশ্চিত করেই আসব, সেই অনুযায়ী প্রস্তুতিও নেব।’
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই চরম উত্তেজনার। যার মধ্যে বড় অবদান আম্পায়ারদেরও। বিভিন্ন সময় বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে সেই উত্তেজনা বাড়িয়েছেন তারা। একদিন আগেই শুক্রবার, ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনাল ফের ভারত-বাংলাদেশ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা, এমন অভিযোগ ওঠেছিল।
এবার বিপরীত চিত্র দেখা গেল। নারীদের ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তুললেন ভারতের অধিনায়ক। তবে এভাবে পুরষ্কার বিতরণীতে আম্পায়ারিং নিয়ে সরাসরি বলতে পারেন কি না, সেই নিয়েও প্রশ্ন রয়েছে। এছাড়া ম্যাচেও আম্পায়ারের আউটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন সজোরে হরমনপ্রীত। যা ক্রিকেটীয় আইনের পরিপন্থী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post