স্পোর্টস ডেস্ক:: ভারতে আগামি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্টিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। এই বিশ্বকাপে খেলতে হয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবক’টিই জিততে হবে বাংলাদেশকে। সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে হাতে থাকা ছয়টি ওয়ানডে ম্যাচই জিততে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশ ছয়টি ওয়ানডে ম্যাচ খেলতে পারবে।
ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ছাড়াও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়ন্সশিপের শীর্ষ ছয় দল ওয়ানডে বিশ্বকাপে খেলবে সরাসরি। বাকী দলগুলোকে আসতে হবে বাছাই পেরিয়ে।৮ দলের উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। এই সিরিজগুলো জিতলে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা তৈরি হবে।
আপাতত মিরপুরেরর হোম অব ক্রিকেটে আইরিশ নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিততে চায় বাংলাদেশ। সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকায় আসবে আয়ারল্যান্ড নারী দল। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইরিশদের বিপক্ষে সবকটি ম্যাচে জয় খুবই জরুরি। বুধবার স্পন্সর ঘোষণার সংবাদ সম্মেলনে সেই লক্ষ্যের কথাই বললেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার।
ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন বলেন, “আমাদেরর এখন আর ছয়টি ম্যাচ আছে। আয়ারল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ, এরপর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি। ছয়টি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমরা এখনই সব ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত এই সিরিজটি নিয়েই ভাবছি। যেহেতু ঘরের মাঠে খেলছি, এখানে বাড়তি সুবিধা থাকবে আমাদের। আমরা তিনটি ম্যাচই জিততে চাই। এটাই প্রাথমিক লক্ষ্য।”
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় জানিয়ে হাবিবুল বাশার সুমন বলেন, “স্নায়ুর চাপ একটু থাকবে, যেহেতু পারফর্ম করার চাপ আছে। সেটা খুব স্বাভাবিকই। এখনও পর্যন্ত মেয়েদের দেখে মনে হয়েছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো করতে চায়, বিশ্বকাপ তো সবাই খেলতে চায়। ঘরের মাঠে যেহেতু খেলা, আশা করি ভালো কিছুই হবে।”
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এর আগে ছয়টি ওয়ানডে খেলেছে। তিনটি ম্যাচ জিতেছে টাইগ্রেসরা। হেরেছে একটি ম্যাচে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আইরিশ নারীদের বিপক্ষে ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। এবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে। সিরিজের প্রথম ম্যাচটি ২৭ নভেম্বর অনুষ্টিতব হবে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ৩০ নভেম্বর ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্টিত হবে ২ ডিসেম্বর। এরপর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে টি-২০ সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০