স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন হেনরিখ মালান। আইরিশদের প্রধান কোচের পদে আরও দুই বছর থাকবেন এই দক্ষিণ আফ্রিকান। যার ফলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করবেন আয়ারল্যান্ড দলের।
২০২২ সালে আয়ারল্যান্ডের প্রধান কোচ পদে দায়িত্ব পান মালান। তিন বছরের চুক্তিতে সেই দায়িত্ব পালন শেষ হতে চলেছে। তবে এর আগেই নতুন চুক্তি করেছেন তিনি। আয়ারল্যান্ড ক্রিকেট তাকে নিয়ে পথচলা বাড়াতে চায়। যার ফলেই বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ।
মূলত তার অধীনে পল স্টার্লিংদের বেশ কিছু সাফল্যের বিষয় সামনে এসেছে মালানের সাথে চুক্তি বাড়াতে। ইংল্যান্ড-পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারানো, টেস্টে প্রথম জয় আফগানদের হারিয়ে। সামনে আরেকটি বিশ্বকাপ খেলবে দলটি। এসব বিবেচনায় এসেছে। এছাড়া গেল দুই ওয়ানডে বিশ্বকাপে জায়গা পায়নি আইরিশরা। আগামী বিশ্বকাপ খেলতে তাই মালানের কোচিংয়ের উপর আস্থা রাখছে দেশটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post