স্পোর্টস ডেস্কঃ আগামী ১৭, ১৯ ও ২০ আগস্ট দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগেই ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট। ব্লেয়ার টিকনারকে রাখা হলেও পরবর্তীতে তিনি নাম সরিয়ে নিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। তার জায়গায় আসন্ন এই সিরিজে সুযোগ পেলেন পেসার জ্যাকব ডুফি।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন কাইল জেমিসন। পিঠের অস্ত্রোপচারের পর এই দুই সফর দিয়েই মাঠে ফিরছেন ২৮ বছর বয়সী পেসার। ডানহাতি এই বোলার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত বছরের জুনে।ইংল্যান্ড সফরে পিঠে চোট পেয়ে এর পর থেকে মাঠের বাইরে জেমিসন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষেই ফেরার কথা থাকলেও চোট ফিরে আসায় অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। এরপর আরও লম্বা সময়ের জন্য ছিটকে যান তিনি।
এদিকে টিকনারের জায়গায় ডাক পাওয়া ২৯ বছর বয়সী ডুফি আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে আসছেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিনি ৩ ওয়ানডে ও ১০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন কিউই জার্সি গায়ে। তবে সবশেষ তাকে মাঠে দেখা যায় গত জানুয়ারিতে ভারত সফরে।
সংযুক্ত আরব আমিরাত সিরিজে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), আদি অশোক, চ্যাড বোয়েস, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, লকি ফার্গুসন, ডিন ফক্সক্রফ্ট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হেনরি শিপলি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post