স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার খেলা হচ্ছে না আর্জেন্টিনায়। দেশের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র জামালকে ছাড়ছে না আর্জেন্টিনায় খেলার জন্য। বিশ্বকাপ জয়ী দেশ আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল ডি মায়োতে খেলার প্রস্তাব পেয়ে ছিলেন জামাল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও চেয়ে ছিলো আর্জেন্টিনায় জামাল যেনো খেলতে পারেন। যাতে করে বাংলাদেশের অন্য ফুটবলারদের সামনেও সুযোগ আসে মেসিদের দেশে খেলার জন্য। কিন্তুু জামালের দেশী ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র তাকে ছাড়তে রাজি হয়নি।
আর্জেন্টিনার ক্লাবে তাই জামালের যাওয়া হচ্ছে না। তাকে সৌদী আরবে যেতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পের জন্য। আগামি ২০ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন দেশের টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ জাতীয় দল সৌদী আরবে অনুশীলন ক্যাম্প করবে।
শনিবার মধ্য রাতে কোচ হ্যাভিয়ের কাবরেরাসহ ১১ জন ফুটবলার সৌদী আরবে যাচ্ছেন। দ্বিতীয় দফায় অন্য ফুটবলাররাও যাবেন সৌদী আরবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post