স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। দীর্ঘ সাড়ে তিন দশক পর স্কালোনির হাত ধরেই বিশ্বকাপ পেয়েছে আর্জেন্টাইনরা। দেশটি এবার বিশেষ সম্মানে ভূষিত করলো স্কালোনিকে।
আর্জেন্টিনায় একটি সড়ক নির্মাণ করা হচ্ছে স্কালোনির নামে। এই কোচের জন্ম স্থান পুজাতো শহরের একটি সড়ক করা হচ্ছে তার নামে। ‘লিওনেল সেবাস্তিয়ান স্কালোনি’ নাম করণ করা হচ্ছে।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পরপরই পুজাতোর স্থানীয় সরকার দানিয়েল কুয়াকুয়ারেনি কথা দিয়েছিলেন স্কালোনির নামে সড়ক তৈরি করবেন। কথা রাখলেন তিনি। স্কালোনির নামে নামকরণ করা হয়েছে একটি সড়কের।
স্থানীয় ক্লাব মাতিয়েনসোতে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন স্কালোনি নিজে। নতুন বছরে এটাই বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনির জন্য বড় পাওয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post