স্পোর্টস ডেস্কঃ আর্সেনালের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি নবায়ন করেছেন উইলিয়াম সালিবা। এক বিবৃবিতে এই তথ্য নিশ্চিত করেছে গানাররা। ফরাসি এই সেন্টার-ব্যাক গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার দ্বারপ্রান্তে থাকা আর্সেনালের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় ছিলেন। প্রতি মৌসুমে ১০ মিলিয়ন পাউন্ডে চার বছরের চুক্তি নবায়ন করেছেন সালিবা।
তারুণ্যনির্ভর দল নিয়ে গত মৌসুমের শুরু থেকে লিগে দারুণ খেলে আর্সেনাল। প্রায় ২৫০ দিন পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে শিরোপার সম্ভাবনা জোরাল করে দলটি। তবে মৌসুমের শেষের অংশে গড়বড় হয়ে যায় সব। চাপের মুখে ভেঙে পড়ে মিকেল আর্তেতার দল। হোঁচট খায় একের পর এক ম্যাচে। যার সুযোগ ভালোভাবে কাজে লাগায় ম্যানচেস্টার সিটি।
গত বছর কাতার বিশ্বকাপে ফাইনালে খেলা ফ্রান্স দলের সদস্য ছিলেন সালিবা। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল হেরে গিয়েছিল ফরাসিরা। এদিকে ক্লাব সতীর্থ বুকায়ো সাকা, গাব্রিয়েল মার্টিনেলি ও এ্যারন রামসডেলের সাথে চুক্তি নবায়নের তালিকায় যুক্ত হলেন তিনি। গত ২০ বছরে প্রথমবারের মত ইংল্যান্ডে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে এবার আর্সেনাল তাদের দল শক্তিশালী করার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে গেছে।
চলতি দলবদলে ৬৫ মিলিয়ন পাউন্ডে চেলসি থেকে আর্সেনালে যোগ দিয়েছেন কাই হাভার্টজ। এছাড়া ওয়েস্ট হ্যাম থেকে ডিক্লান রাইস ও আয়াক্স থেকে জুরিয়েন টিম্বারকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে গানাররা। সালিবার সাথে নতুন চুক্তি প্রসঙ্গে গানার কোচ আর্তেতা বলেছেন, ‘উইলিয়ামের সাথে চুক্তি বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। গত মৌসুমে উইলিয়াম প্রমাণ করেছে তার প্রয়োজন দলে রয়েছে এবং সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাত্র ২২ বছর বয়সে সে যা দেখিয়েছে তা সত্যিই অসাধারণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post