স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজের জোড়া গোলে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ম্যানচেস্টার সিটি। নিজেদের প্রথম ম্যাচেই আর্লিং হল্যান্ড-আলভারেজরা ৩-১ গোলে হারিয়েছেন রেড স্টারকে।
চ্যাম্পিয়ন্স লিগ শুরুর দিনে দাপট দেখিয়ে খেলেছে হল্যান্ডরা। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নের মতোই মাঠে প্রভাব বিস্তার করেছে। আলভারেজের এক গোলের সঙ্গে রদ্রি হার্নান্দেজের এক গোলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নেমে রেড স্টার যেনো অসহায় হয়ে পড়ে। লিড নিয়েও তাদেরকে হয়েছে। পিছিয়ে পড়া সিটি দ্রুতই ম্যাচে ফিরেনি, একের পর এক আক্রমণে বিপর্যস্ত করে ফেলে রেড স্টারদের।
ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকা সিটি অবশ্য প্রথমার্ধে গোলের দেখা পায়নি। প্রথমার্ধের শেষ দিকে ৪৫তম মিনিটে রেড স্টার লিড নেয়। ওসমান বুকাইরির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
বিরতির পরপরই সিটি ঘুরে দাঁড়ায়। ৪৭তম মিনিটে আলভারেজের প্রথম গোলে ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১। সমতায় থাকা ম্যাচে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন এই তারকা। ৬০তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। সিটি এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
এগিয়ে থাকা ম্যাচে ৬৩তম মিনিটে রদ্রি হার্নান্দেজ সিটিকে আবারো এগিয়ে দেন। তার গোলেই ৩-১ ব্যবধান করে চ্যাম্পিয়নরা। ম্যাচের বাকীটা সময় আর কোনো দল গোল করতে পারেনি। ৩-১ ব্যবধানের জয়েই লিগ শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post